যশোরের বেনাপোল পোর্ট থানা পুলিশের অভিযানে দেশীয় অস্ত্র, চোরাই মালামাল ও নগদ টাকাসহ সাজু (২৭) নামে এক চোরচক্রের প্রধানকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি শার্শা উপজেলার ধলদা গ্রামের মনতাজ আলীর ছেলে।
২ আগস্ট রাতে বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) রাসেল মিয়ার নেতৃত্বে এসআই মিলন মোল্লা ও এসআই খায়রুল ইসলাম তথ্যপ্রযুক্তির সহায়তায় কাগমারী গ্রামের জেলামারির মাঠে একটি মাছের ঘের থেকে তাকে আটক করেন।
সাজুর কাছ থেকে উদ্ধার করা হয়েছে—একটি বার্মিজ চাকু, কাঠের বাটযুক্ত লোহার ছোরা, একটি চাইনিজ কুড়াল, লোহার হাতলযুক্ত দা, চোরাই মোবাইল ফোন, নগদ ২০ হাজার টাকা, চুরি কাজে ব্যবহৃত রেঞ্জ, লোহার হাতুড়ি ও একটি গ্যাসটন।
পুলিশ জানায়, এসব অস্ত্র দিয়ে সাজু দীর্ঘদিন ধরে স্থানীয়দের ভয়ভীতি প্রদর্শন ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল। তার বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানায় অস্ত্র আইনে মামলা (নম্বর-২) দায়ের করা হয়েছে।
এছাড়া গত ৩১ জুলাই গভীর রাতে বড়আঁচড়া গ্রামের সাদীপুর রোডে বিকাশ ব্যবসায়ী আখতারুজ্জামানের ঘরে ঢুকে নগদ টাকা ও মোবাইল চুরির ঘটনায়ও প্রধান অভিযুক্ত ছিল সাজু। এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী আখতারুজ্জামান (বালুন্ডা গ্রামের টগর আলীর ছেলে) ২ আগস্ট বেনাপোল পোর্ট থানায় মামলা দায়ের করেন।

