যশোর জেনারেল হাসপাতালে ৫২ জন নতুন ইন্টার্ন চিকিৎসকের যোগদান

আরো পড়ুন

যশোর জেনারেল হাসপাতালে নতুন করে যোগ দিয়েছেন ৫২ জন ইন্টার্ন (প্রশিক্ষণার্থী) চিকিৎসক। বৃহস্পতিবার দুপুরে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হুসাইন শাফায়াতের হাতে আনুষ্ঠানিকভাবে তারা তাদের যোগদানপত্র জমা দেন। এ সময় হাসপাতালের সিনিয়র চিকিৎসকরাও উপস্থিত ছিলেন।

নবনিযুক্ত এসব চিকিৎসক যশোর মেডিকেল কলেজের ২০১৯-২০ শিক্ষাবর্ষের এমবিবিএস কোর্স সম্পন্ন করে চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। নিয়ম অনুযায়ী, এক বছর মেয়াদী ইন্টার্নশিপে অংশগ্রহণ করতে তারা যশোর জেনারেল হাসপাতালে যোগদান করেছেন। এই সময়ের মধ্যে তারা সরকারি নির্ধারিত ভাতা পাবেন এবং অভিজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে রোগীদের সেবা প্রদান ও হাতে-কলমে প্রশিক্ষণ গ্রহণ করবেন।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হুসাইন শাফায়াত বলেন, “নতুন এসব প্রশিক্ষণার্থী চিকিৎসকের যোগদানে হাসপাতালের সেবার মান যেমন বৃদ্ধি পাবে, তেমনি তাদের জন্য এটি হবে বাস্তব অভিজ্ঞতা অর্জনের এক গুরুত্বপূর্ণ ধাপ। সারা বিশ্বেই এই পদ্ধতিতে চিকিৎসকদের হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।”

তিনি আরও বলেন, “একজন চিকিৎসকের পেশাগত জীবনে ইন্টার্নশিপ একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এ সময় যে যত পরিশ্রম ও নিষ্ঠার সঙ্গে কাজ করেন, তার ভবিষ্যৎ সফলতাও তত বেশি নিশ্চিত হয়।”

আরো পড়ুন

সর্বশেষ