ঝিকরগাছায় মহিলা দলের কর্মী সমাবেশ

আরো পড়ুন

বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে ঝিকরগাছা উপজেলা মহিলা দলের আয়োজনে অনুষ্ঠিত হলো এক প্রাণবন্ত ও শক্তিশালী কর্মী সমাবেশ। স্থানীয় মহিলা নেত্রীদের অংশগ্রহণে অনুষ্ঠানটি পরিণত হয় এক প্রাণচাঞ্চল্যময় মিলনমেলায়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা বিএনপির সভাপতি জনাব সৈয়দ সাবেরুল হক সাবু
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন এবং দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, চেম্বার অব কমার্স যশোর-এর সভাপতি ও যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনে সম্ভাব্য ধানের শীষ প্রার্থী আলহাজ্ব মোঃ মিজানুর রহমান খান

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মুর্তজা ইলাহী টিপু এবং উপজেলা বিএনপির নবনির্বাচিত সাধারণ সম্পাদক ও উদীয়মান নেতা ইমরান সামাদ নিপূন

এ ছাড়া স্থানীয় যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও মহিলা দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা ব্যাপক সংখ্যায় উপস্থিত থেকে সমাবেশকে উৎসবমুখর করে তোলেন।

বক্তারা দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে নারীদের সাহসী ভূমিকার গুরুত্ব তুলে ধরেন এবং দলকে তৃণমূলে আরও সুসংগঠিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান

আরো পড়ুন

সর্বশেষ