যশোরে ঘেরমালিকের কাছে চাঁদা দাবির অভিযোগে যুবক গ্রেফতার

আরো পড়ুন

যশোরের মণিরামপুর উপজেলায় এক ঘেরমালিকের কাছ থেকে চাঁদা দাবি করার অভিযোগে শহিদুল ইসলাম (৩৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৮ জুলাই) রাতে তাকে গ্রেফতার করা হয়। পরদিন মঙ্গলবার সকালে আদালতে পাঠানো হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার দুর্বাডাঙ্গা গ্রামের রাজেশ্বর রায়ের ছেলে কৃপা রায় দীর্ঘদিন ধরে মাছের ঘের ব্যবসার সঙ্গে জড়িত। অভিযোগ রয়েছে, একই উপজেলার বাটবিলা গ্রামের আলি বক্সের ছেলে শহিদুল ইসলাম বেশ কিছুদিন ধরে তার কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। ভয়ে কৃপা রায় এরইমধ্যে কিছু টাকা প্রদান করলেও, শহিদুল আরও দেড় লাখ টাকা দাবি করেন এবং তা না পেলে প্রাণনাশের হুমকি দেন বলে অভিযোগ করেন কৃপা।

চাপের মুখে পড়ে শেষ পর্যন্ত কৃপা রায় সোমবার সন্ধ্যায় মণিরামপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। মণিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বাবলুর রহমান খান জানান, প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে রাতেই শহিদুলকে আটক করা হয়। মঙ্গলবার সকালে তাকে আদালতে পাঠানো হয়

আরো পড়ুন

সর্বশেষ