যশোর সদর উপজেলার চুড়ামনকাটি প্রেসক্লাবের সভাপতি ওয়াহিদুজ্জামান মিলনের বিরুদ্ধে ফেক ফেসবুক আইডি ব্যবহার করে কুরুচিপূর্ণ, মিথ্যা ও মনগড়া তথ্য প্রচারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় সাংবাদিকরা। তারা এ ঘটনাকে একটি উদ্দেশ্যমূলক ও রাজনৈতিকভাবে প্ররোচিত অপচেষ্টা হিসেবে আখ্যায়িত করেছেন।
স্থানীয় সাংবাদিক সমাজের অভিযোগ, একটি স্বার্থান্বেষী মহল সুপরিকল্পিতভাবে প্রেসক্লাব সভাপতির ব্যক্তিগত ও পেশাগত সুনাম ক্ষুণ্ণ করতে এবং সাংবাদিকদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টির উদ্দেশ্যে এ অপপ্রচারে লিপ্ত হয়েছে।
এ ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার (৩১ জুলাই) বেলা ১১টায় চুড়ামনকাটি বাজারের যাত্রী ছাউনি চত্বরে মানববন্ধন কর্মসূচির আয়োজন করেছে চুড়ামনকাটি প্রেসক্লাব। মানববন্ধনে সব সাংবাদিক, সচেতন নাগরিক ও পেশাজীবীদের উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।
ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন প্রেসক্লাবের সাবেক সভাপতি ও নির্বাহী সদস্য হেদায়েত খান, সহ-সভাপতি আলমগীর কবির, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন, ক্যাশিয়ার মহব্বত আলী, দপ্তর সম্পাদক তৌহিদ আহমেদ ফিট্টু, এবং সদস্য শহিদুল ইসলাম লিখন, আনিসুর রহমান, আব্দুস সাত্তার কিনে, আলী রেজা রাজু, আসাদুল ইসলাম, মাহমুদুল হাসান মামুন, রফিকুল ইসলাম ও মাসুরা আলম লিজা।
তারা জোর দাবি জানান, অপপ্রচারে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনতে হবে। সাংবাদিক নেতারা বলেন, গণমাধ্যমকর্মীদের বিরুদ্ধে মিথ্যা, অশালীন ও মানহানিকর প্রচারণা কোনোভাবেই সহ্য করা হবে না। দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
চুড়ামনকাটির সাংবাদিক সমাজ সুষ্ঠু তদন্ত এবং অপপ্রচারকারীদের বিচারের আওতায় আনতে প্রশাসনের কার্যকর ও দৃশ্যমান ভূমিকা প্রত্যাশা করছে।

