মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর মন্তব্যের অভিযোগে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৭ জুলাই) বিকেলে উপজেলার বাংলাবাজার, সিঙ্গেরগাড়ী, গড়াগ্রাম, পারেরহাট, মাগুড়া, চন্দনেরহাট, চাঁদখানা, গঙ্গাচড়া এবং তারাগঞ্জ উপজেলার সীমান্ত এলাকার প্রায় পাঁচ হাজার মানুষ এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
বিক্ষোভ মিছিলটি বিকেল ৫টার দিকে খিলালগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শুরু হয়ে পারেরহাট, সিঙ্গেরগাড়ী বাজার, বাংলাবাজার হয়ে খিলালগঞ্জ ব্রিজ পর্যন্ত যায়। সেখানে মানববন্ধনের মাধ্যমে কর্মসূচি শেষ হয়।
এ সময় বক্তারা অভিযুক্ত যুবকের সর্বোচ্চ শাস্তি দাবি করেন। বক্তৃতা দেন কিশোরগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক একেএম তাজুল ইসলাম ডালিম, মাগুড়া ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম মোস্তফা, স্থানীয় ব্যক্তিবর্গ ও ওলামায়ে কেরাম। তারা বলেন, ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার মতো ঘটনার বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং আইন অনুযায়ী দোষীর যথাযথ শাস্তি নিশ্চিত করতে হবে।
স্থানীয় সূত্রে জানা গেছে, খিলালগঞ্জ এলাকার বাসিন্দা রঞ্জন রায় সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টে মহানবী হযরত মুহাম্মদ (সা.) সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেন বলে অভিযোগ ওঠে। বিষয়টি এলাকায় জানাজানি হলে মুসলিম জনতার মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়ে অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করে।
এদিকে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কিশোরগঞ্জ ও গঙ্গাচড়া থানার পুলিশ, র্যাব ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্তক অবস্থান গ্রহণ করে। কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আশরাফুল ইসলাম জানান, “ঘটনার পরপরই অভিযুক্তকে আটক করা হয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক রাখতে টহল জোরদার করা হয়েছে।”
সামাজিক সম্প্রীতি রক্ষার স্বার্থে স্থানীয় প্রশাসন সবাইকে সংযত থাকার আহ্বান জানিয়েছে এবং আইনের আওতায় তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে।

