বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান দলীয় নেতাকর্মীদের ধৈর্য ধরে চলার আহ্বান জানিয়েছেন। তিনি সতর্ক করে বলেছেন, কেউ যেন প্ররোচনায় পা না দেন। বুধবার (২৩ জুলাই) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই বার্তা দেন।
ফেসবুক পোস্টে ডা. শফিকুর রহমান লেখেন, “আমাদের দলীয় সহকর্মীদের প্রতি অনুরোধ—যেভাবে আমরা এখন পর্যন্ত ধৈর্যের পরিচয় দিয়ে চলেছি, সেই ধৈর্য ভবিষ্যতেও অব্যাহত রাখতে হবে। কোনো ফাঁদে পা দেওয়া যাবে না। জাতীয় স্বার্থবিরোধী তৎপরতার বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না।”
তিনি আরও বলেন, “জুলাইয়ের ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের পরিপ্রেক্ষিতে জাতীয় স্বার্থ রক্ষার লক্ষ্যে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দল ও মতের ভিন্নতা থাকলেও এই ভিন্নতা যেন আমাদের ফ্যাসিবাদ, জাতীয় স্বার্থবিরোধী কার্যক্রম এবং সমাজের বিশৃঙ্খলাকারী অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থান নিতে বাধা না দেয়। এখন সময় এসেছে দল-মত, জাতি-ধর্ম নির্বিশেষে একটি নিবিড় জাতীয় ঐক্য গড়ে তোলার।”
ছাত্র, শ্রমিক ও সাধারণ জনগণের মধ্যকার ঐক্যকে অটুট রাখার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, “ছাত্র, শ্রমিক ও আপামর জনগণের ঐক্য যেন বজায় থাকে। আমরা সকলে মিলে আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ ও প্রত্যাশিত ভবিষ্যৎ নির্মাণের পথ তৈরি করব—ইনশাআল্লাহ।”

