হৃদরোগে সংগীতশিল্পী এ কে রাতুলের মৃত্যু

আরো পড়ুন

চিত্রনায়ক জসীমের ছেলে ও জনপ্রিয় ব্যান্ড ‘ওন্ড’-এর ভোকালিস্ট ও বেজিস্ট এ কে রাতুল আর নেই। রোববার (২৭ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে উত্তরার একটি জিমে ব্যায়াম করার সময় তিনি হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

রাতুলের মৃত্যু সংবাদ গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ‘ওন্ড’ ব্যান্ডের গীতিকার সিয়াম ইবনে আলম। তিনি জানান, প্রথমে রাতুলকে উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে নেওয়া হয়, পরে সেখান থেকে লুবনা হাসপাতালে স্থানান্তর করা হলে সেখানকার চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

২০১৪ সালে ‘ওন্ড’ ব্যান্ডের প্রথম অ্যালবাম ‘ওয়ান’ এবং ২০১৭ সালে ‘টু’ প্রকাশের মাধ্যমে রাতুল ও তার ব্যান্ড সংগীতজগতে নতুন মাত্রা যোগ করে। শ্রোতাদের মধ্যে ব্যান্ডটির গান দারুণভাবে সাড়া ফেলে।

এ কে রাতুল কেবল সংগীতশিল্পী নন, বরং একজন দক্ষ সংগীত প্রযোজক হিসেবেও পরিচিত ছিলেন। বাংলাদেশের বিভিন্ন ব্যান্ডের অ্যালবাম প্রযোজনায় তার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।

তার অকাল প্রয়াণে দেশের সংগীত অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। জনপ্রিয় ব্যান্ডদলগুলোর মধ্যে একটি নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে গভীর শোক প্রকাশ করে লিখেছে,
“দেশের অন্যতম প্রতিভাবান সংগীত প্রযোজক ও ‘ওন্ড’-এর ভোকালিস্ট ও বেজিস্ট এ কে রাতুল ভাইয়ের আকস্মিক ও অকালমৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ যেন তার পরিবারকে এই শোক সইবার শক্তি দেন। আমিন।”

সংগীতাঙ্গনের অনেকেই রাতুলের স্মৃতিকে শ্রদ্ধাভরে স্মরণ করছেন এবং তার আত্মার শান্তি কামনা করেছে

আরো পড়ুন

সর্বশেষ