খুলনার ফুলতলা উপজেলার দামোদর প্রাইমারি স্কুল সংলগ্ন খুলনা-যশোর মহাসড়কের পাশ থেকে এক নবজাতককে উদ্ধার করা হয়েছে। আজ রোববার (২৭ জুলাই) সকালে এ হৃদয়বিদারক ঘটনার সাক্ষী হন স্থানীয়রা।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে স্কুলগামী পথচারীরা মহাসড়কের ধারে একটি কাপড়ে মোড়ানো সদ্যোজাত শিশুকে দেখতে পান। ধারণা করা হচ্ছে, শিশুটির বয়স একদিনের মতো। পরে খবর পেয়ে স্থানীয় মহিলা ইউপি সদস্য ঘটনাস্থলে পৌঁছে নবজাতককে হেফাজতে নেন এবং প্রাথমিক নিরাপত্তা নিশ্চিত করেন।
ঘটনাটি জানাজানি হলে এলাকাজুড়ে ক্ষোভ ও শোকের ছায়া নেমে আসে। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শিশুটির নিরাপত্তা, ভবিষ্যৎ এবং সঠিক অভিভাবকত্ব নিশ্চিতের দাবি জানান।
ফুলতলা থানার এক দায়িত্বশীল কর্মকর্তা জানান, “আমরা ঘটনাটি সম্পর্কে অবগত। নবজাতককে নিরাপদ স্থানে রাখা হয়েছে এবং বিষয়টি নিয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।”

