লোহাগড়া-সাতক্ষীরা সড়কে ব্যবসায়ীকে অপহরণ ও ছিনতাই, গাড়ি উদ্ধার

আরো পড়ুন

নড়াইলের লোহাগড়া-সাতক্ষীরা সড়কে এক ব্যবসায়ীকে অপহরণ ও ছিনতাইয়ের চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। রোববার (২৭ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে গোপালগঞ্জ হাইওয়ে রোড এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী সাতক্ষীরা জেলার ঘোনা গ্রামের বাসিন্দা ও ব্যবসায়ী মনিরুল ইসলাম সেদিন রাতে ঢাকা থেকে নিজস্ব প্রাইভেট কারে বাড়ি ফিরছিলেন। পথে গোপালগঞ্জ হাইওয়ের একটি নির্জন স্থানে পৌঁছালে একদল দুর্বৃত্ত তার গাড়ির পথরোধ করে তাকে জোরপূর্বক নিজেদের গাড়িতে তুলে নেয়। এ সময় তারা মনিরুলের কাছ থেকে মোবাইল ফোন ও নগদ অর্থ ছিনিয়ে নেয়।

অপহরণের কিছুক্ষণ পর ছিনতাইকারীরা লোহাগড়ার বসুপটি বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছে মনিরুলকে রাস্তার পাশে ফেলে রেখে পালিয়ে যায়। পরে তিনি স্থানীয় একটি দোকান থেকে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করে পুলিশের সহায়তা চান।

খবর পেয়ে লোহাগড়া থানার উপপরিদর্শক (এসআই) তারক বিশ্বাসের নেতৃত্বে পুলিশের একটি টিম তাৎক্ষণিক অভিযান চালায়। অভিযানে লোহাগড়ার দূর্বাজুরী বাইপাস এলাকার একটি পাকা রাস্তার পাশ থেকে ছিনতাইকৃত প্রাইভেট কারটি উদ্ধার করা হয়।

তবে ঘটনার সঙ্গে জড়িত কেউ এখনো আটক হয়নি। বিষয়টি তদন্তাধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আরো পড়ুন

সর্বশেষ