মৌলভীবাজারে এনসিপি’র পথসভা: “পুরনো আইন নয়, নতুন বাংলাদেশ চাই” — নাহিদ ইসলাম

আরো পড়ুন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, “পুরনো সিস্টেম আর পুরনো আইনের ছকে বাংলাদেশ চলতে পারে না।” শনিবার (২৬ জুলাই) মৌলভীবাজারের বেরিরপাড় এলাকায় ‘দেশ গড়তে জুলাই’ শীর্ষক পদযাত্রা শেষে এক পথসভায় তিনি এ মন্তব্য করেন।

নাহিদ ইসলাম বলেন, “অভ্যুত্থানের পর বহু পক্ষ দেশকে এগিয়ে নেওয়ার চেষ্টা করলেও আমরা চাই আইনি বিচার, কাঠামোগত সংস্কার এবং একটি নতুন সংবিধানের মাধ্যমে সত্যিকারের নতুন বাংলাদেশের সূচনা হোক।”

তিনি অভিযোগ করেন, “পুলিশ হত্যা ঘটনাকে কেন্দ্র করে এর দায় ছাত্র জনতার ওপর চাপিয়ে দেওয়ার অপচেষ্টা চলছে। অথচ আমাদের আন্দোলনের একমাত্র লক্ষ্য ছিল ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে সোচ্চার হওয়া এবং দমন-পীড়নের বিরুদ্ধে জনতার প্রতিরোধ গড়ে তোলা।”

এর আগে শহরের শহীদ মিনার থেকে শুরু হওয়া পদযাত্রাটি শহরের কোর্ট রোড ও শাহ মোস্তফা সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়। এতে হাজারো মানুষ অংশগ্রহণ করেন।

পথসভায় সভাপতিত্ব করেন এনসিপির মৌলভীবাজার জেলা প্রধান সমন্বয়কারী ফাহাদ আলম। সভায় আরও বক্তব্য দেন দলের সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দীন পাটোয়ারী এবং সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) কেন্দ্রীয় আহ্বায়ক আবু বাকের মজুমদার, জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় সংগঠক মারুফ আল হামিদ, জাকারিয়া ইমনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

আরো পড়ুন

সর্বশেষ