ঢাকা মহানগরীর খিলক্ষেত থানার দক্ষিণ নামাপাড়া, তালের টেক এলাকা থেকে চাঁদাবাজি ও গুজব ছড়ানোর অভিযোগে ইস্কান্দার আলী জনি (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
২৫ জুলাই রাত ৮টা ২৫ মিনিটে ডিবির অফিসার ইনচার্জের নেতৃত্বে এসআই অলক কুমার (পিপিএম), এএসআই মো. শামসুজ্জামান এবং তাদের সঙ্গীয় ফোর্স একটি চৌকস অভিযানে তাকে আটক করে।
গ্রেফতারকৃত ইস্কান্দার আলী জনির বাড়ি যশোর জেলার কোতোয়ালী থানাধীন বালিয়াডাঙ্গা, বাবলাতলা এলাকায়। তার পিতার নাম মৃত শেখ সিরাজুল ইসলাম এবং মাতার নাম মৃত রাশিদা বেগম।
অভিযোগ রয়েছে, তিনি জেলা যুবদলের দপ্তর সম্পাদক কামরুল ইসলামের কাছে ৫০ লক্ষ টাকা চাঁদা দাবি করেন। এছাড়া জেলা বিএনপির সভাপতি ও অন্যান্য নেতাদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা তথ্য, কুৎসা এবং ভয়ভীতি প্রদর্শনমূলক পোস্ট ছড়িয়ে দেন।
এজাহারে আরও উল্লেখ করা হয়, তিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের যশোর সেনানিবাসে অবস্থান করেছেন—এই সংক্রান্ত একটি উদ্দেশ্যপ্রণোদিত গুজব ছড়িয়ে দেন। ওই গুজবে বলা হয়, জেলা যুবদলের সেক্রেটারি আনসারুল হক তাকে ভারতে পালিয়ে যেতে সহায়তা করেছেন। এসব কর্মকাণ্ড দেশের দেশপ্রেমিক সেনাবাহিনী ও সাধারণ মানুষের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে গুজব ছড়ানোর অপচেষ্টার অংশ বলে মনে করা হচ্ছে।
উক্ত ঘটনায় কোতোয়ালী মডেল থানায় ১২(১)২৫ নম্বরে ৩৮৫ ধারায় (বাংলাদেশ দণ্ডবিধি অনুযায়ী) একটি মামলা রুজু করা হয়েছে।

