বাংলাদেশে বিমান বিধ্বস্তের ঘটনায় কংগ্রেসওম্যান গ্রেস মেংয়ের শোক প্রকাশ

আরো পড়ুন

ঢাকার উত্তরায় বাংলাদেশ বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে প্রাণহানির মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন মার্কিন কংগ্রেসওম্যান গ্রেস মেং। তিনি যুক্তরাষ্ট্র কংগ্রেসের হাউস অ্যাপ্রোপ্রিয়েশনস সাব-কমিটির সদস্য এবং জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র বিষয়ক দপ্তরের সঙ্গে সম্পৃক্ত বিভিন্ন কর্মসূচির দায়িত্বে আছেন।

সোমবার (২১ জুলাই) এক প্রেস বিজ্ঞপ্তিতে কংগ্রেসওম্যান গ্রেস মেং বলেন, “ঢাকায় বাংলাদেশ বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনা অত্যন্ত হৃদয়বিদারক। যারা এ ঘটনায় প্রাণ হারিয়েছেন, বিশেষ করে যেসব পরিবার তাদের সন্তান হারিয়েছেন এবং তরুণ শিক্ষার্থীরা তাদের সহপাঠী ও বন্ধুদের হারিয়েছেন—তাদের প্রতি আমি গভীর সমবেদনা জানাচ্ছি। একজন মা হিসেবে আমি উপলব্ধি করতে পারি, এই শোক কতটা বেদনাদায়ক হতে পারে।”

তিনি আরও বলেন, “এই ভয়াবহ ঘটনার ক্ষত এখনো আমাদের হৃদয়ে রয়ে গেছে। আমি বাংলাদেশি কমিউনিটির পাশে আছি এবং দুর্ঘটনাস্থলে উপস্থিত সাহসী উদ্ধারকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।”

উল্লেখ্য, সোমবার দুপুরে বাংলাদেশ বিমানবাহিনীর একটি এফ-৭ বিজিআই মডেলের যুদ্ধবিমান প্রশিক্ষণ চলাকালীন উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়। এই ঘটনায় এখন পর্যন্ত ফ্লাইট লেফটেন্যান্ট তৌকিরসহ মোট ২৭ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৬ জনের মরদেহ এখনো শনাক্ত করা যায়নি।

আরো পড়ুন

সর্বশেষ