যশোরে পাওনা টাকা চাওয়ায় পিটিয়ে হত্যা, 

আরো পড়ুন

যশোর সদর উপজেলার দেয়াড়া ইউনিয়নের ফরিদপুর গ্রামে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে আবু বক্কার (৫৩) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার (২২ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। নিহত আবু বক্কার স্থানীয় মৃত হোসেন কবিরাজের ছেলে।

এলাকাবাসী ও পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানা গেছে, কিছুদিন আগে আবু বক্কার গ্রামেরই নির্মল কুমার নামে এক ব্যক্তির কাছে মুরগি বিক্রি করেছিলেন। ওই বিক্রির কিছু টাকা এখনও পাওনা ছিল। মঙ্গলবার দুপুরে টাকা চাইতে গেলে নির্মল কুমার (৪৫) ও তার স্ত্রী উত্তেজিত হয়ে ওঠেন এবং কথাকাটাকাটির একপর্যায়ে তারা দুজন মিলে বাঁশের লাঠি দিয়ে বেধড়ক মারধর করেন আবু বক্কারকে।

আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর ফরিদপুর গ্রামে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ বিষয়ে যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত বলেন, “অভিযুক্তদের ধরতে অভিযান চলছে। দ্রুতই তাদের আইনের আওতায় আনা হবে।”

আরো পড়ুন

সর্বশেষ