যশোর জেনারেল হাসপাতাল চত্বর থেকে হাফিজুর রহমান (২৩) নামের এক যুবককে ব্যাটারি চুরি করার সময় হাতেনাতে আটক করেছেন কর্তব্যরত পুলিশ সদস্য সোহেল রানা। সোমবার (২২ জুলাই) সকাল ১১টার দিকে সিএনজি চালিত থ্রি হুইলারের ব্যাটারি খুলে নেওয়ার চেষ্টাকালে তাকে আটক করা হয়।
আটককৃত হাফিজুর রহমান যশোর শহরের বেজপাড়া নলডাঙ্গা রোড এলাকার বাসিন্দা, তিনি মৃত আব্দুল মজিদের ছেলে।
পুলিশ সদস্য সোহেল রানা জানান, সকালে হাসপাতাল এলাকায় হাফিজুরের আচরণ সন্দেহজনক মনে হওয়ায় তিনি তাকে পর্যবেক্ষণে রাখেন। কিছুক্ষণ পর হাফিজুর থ্রি হুইলারের ব্যাটারি খুলে নেওয়ার চেষ্টা করলে সঙ্গে সঙ্গে তাকে ধরে ফেলা হয়।
পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর হাফিজুরকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়।

