উত্তরায় বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, পাইলট স্কোয়াড্রন লিডার তৌকির

আরো পড়ুন

ঢাকার উত্তরার দিয়াবাড়ী এলাকায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। সোমবার (২১ জুলাই) দুপুরে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ক্যাম্পাসে এই দুর্ঘটনা ঘটে।

আইএসপিআরের (আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর) বরাত দিয়ে জানা গেছে, বিমান বাহিনীর এফ-৭ বিজেআই মডেলের প্রশিক্ষণ বিমানটি দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করে। অল্প সময়ের মধ্যেই সেটি নিয়ন্ত্রণ হারিয়ে বিধ্বস্ত হয়।

বিমানটিতে স্কোয়াড্রন লিডার তৌকির দায়িত্বে ছিলেন। তার অবস্থান ও শারীরিক অবস্থা সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি। তবে উদ্ধারে কাজ করছে সেনাবাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

দুর্ঘটনার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওচিত্রে দেখা যায়, ঘটনাস্থল থেকে ঘন ধোঁয়ার কুণ্ডলী উঠছে। আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয়দের মাঝে। স্কুলের শিক্ষার্থী, এলাকাবাসী ও সাধারণ মানুষ আশপাশে জড়ো হন। নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান।

উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে এবং দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ।

আরো পড়ুন

সর্বশেষ