পরিবেশ সংরক্ষণ ও সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে যশোরে শুরু হয়েছে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা। জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগের যৌথ আয়োজনে শনিবার (১৯ জুলাই) বিকেলে যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে এ মেলার উদ্বোধন করা হয়।
জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলাম বেলুন ও ফেস্টুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করেন। পরে “পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি” প্রতিপাদ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক সবাইকে বেশি করে গাছ লাগানোর আহ্বান জানিয়ে বলেন, “নিজেদের একটি নিরাপদ ও টেকসই পরিবেশ নিশ্চিত করতে গাছ লাগানোর কোনো বিকল্প নেই।”
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ অফিসার আবু তালহা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগীয় বন কর্মকর্তা অমিতা মন্ডল।
এছাড়া আরও বক্তব্য রাখেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, যশোর বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান, খিলাফত মজলিসের জেলা সহসভাপতি মিজানুর রহমান, নাগরিক পার্টির সংগঠক মনিরুজ্জামান এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি আল মামুন লিখন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি সোহানুর রহমান সোহাগ।
আলোচনা শেষে পরিবেশ সচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে প্রায় ২০০ শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ করা হয়। মেলায় অংশ নেওয়া বিভিন্ন নার্সারি তাদের স্টল স্থাপন করেছে, যেখানে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা প্রদর্শন ও বিক্রি করা হচ্ছে।

