যশোরে প্রতিপক্ষের হামলায় কামরুজ্জামান ওরফে কামাল (৩৬) নামে এক আইনজীবী সহকারী আহত হয়েছেন। তিনি সদর উপজেলার আরবপুর ইউনিয়নের সুজলপুর গ্রামের বাসিন্দা ও মৃত বদর উদ্দীন বিশ্বাসের ছেলে। গুরুতর অবস্থায় তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত কামাল জানান, শহরের রেলবাজার এলাকার এক নারী মিরা গত ২২ জুন তার বিরুদ্ধে ৭/৩০ ধারায় একটি মামলা দায়ের করেন (জিআর নং: ৫১৫/২৫)। মামলাটি বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে। কামাল ওই মামলায় আসামিপক্ষের আইন সহায়তাকারী হিসেবে কাজ করছেন এবং সম্প্রতি আসামিদের জামিনের জন্য পদক্ষেপ গ্রহণ করেন।
এ নিয়ে ক্ষুব্ধ হয়ে ওঠে মামলার বাদী মিরা ও তার অনুসারীরা। শুক্রবার (১৮ জুলাই) বিকেল ৫টার দিকে শহরের জজকোর্ট জামে মসজিদ গেট সংলগ্ন নাসমিন প্লাজার নিজ কক্ষে অবস্থান করছিলেন কামাল। এ সময় মিরার নেতৃত্বে ইমন, সুমন, প্রান্তসহ আরও ৪-৫ জন তার চেম্বারে ঢুকে দরজা বন্ধ করে তাকে বেধড়ক মারধর করে।
পরে স্থানীয়রা এগিয়ে এসে কামালকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন আহত আইনজীবী সহকারী।

