মালয়েশিয়া থেকে ফিরলো সুজিতের নিথর দেহ, নিজ গ্রামে শেষ বিদায়

আরো পড়ুন

সাত দিন আগে মালয়েশিয়ায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন যশোরের ঝিকরগাছা উপজেলার শংকরপুর গ্রামের প্রবাসী যুবক সুজিত বিশ্বাস (২৭)। মৃত্যুর এক সপ্তাহ পর শনিবার (১৯ জুলাই) রাত ৮টা ৫৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় তার মরদেহবাহী ফ্লাইট। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের আনুষ্ঠানিকতা শেষে রাত ১২টা ৫৫ মিনিটে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

পরদিন রোববার (২০ জুলাই) সকাল ৮টা ৩০ মিনিটে অ্যাম্বুলেন্সযোগে মরদেহ পৌঁছায় নিজ গ্রামের বাড়িতে। প্রিয়জনের নিথর দেহ ফিরে পেয়ে কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। শোকাবহ পরিবেশের মধ্যেই দুপুর ১২টায় স্থানীয় শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়।

সুজিত ছিলেন শংকরপুর গ্রামের নাপিত শিবু বিশ্বাসের ছেলে। মালয়েশিয়ায় একটি ফুলের বাগানে মালি হিসেবে কর্মরত ছিলেন তিনি। গত ১৪ জুলাই বাংলাদেশ সময় রাত ৯টার দিকে কাজ শেষে বাসায় ফেরার পথে হঠাৎ স্ট্রোক করলে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। তবে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

অবিবাহিত সুজিত বিশ্বাসের মৃত্যুতে পরিবারসহ পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। একমাত্র ছেলেকে হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছেন তার পিতা-মাতা ও ছোট বোন।

মরদেহ হস্তান্তরের সময় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে পরিবারের হাতে ৩৫ হাজার টাকার একটি আর্থিক সহায়তার চেক তুলে দেওয়া হয়।

আরো পড়ুন

সর্বশেষ