খুলনা মহানগরীর বয়রা পুজাখোলা ইসলামিয়া কলেজ মোড়ে বিষাক্ত দেশি মদপানে পাঁচজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১৯ জুলাই) সকাল থেকে বিকেলের মধ্যে এসব মৃত্যুর ঘটনা ঘটে। এছাড়া আরও দুইজন আশঙ্কাজনক অবস্থায় খুলনা বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন।
নিহতরা হলেন—বয়রা শেরের মোড় এলাকার আব্দুর রবের ছেলে বাবু (৫০), মধ্যপাড়া এলাকার আব্দুস সামাদের ছেলে সাবু (৬০), বয়রা জংশন রোডের গৌতম কুমার শীল (৪৭), আজিবর (৫৯) ও শেখ তোতা (৬০)। আহত অবস্থায় হাসপাতালে ভর্তি উজ্জ্বল ও সাত্তার নামের আরও দুজন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেন সোনাডাঙ্গা মডেল থানার অপারেশন অফিসার এসআই আব্দুল হাই।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, শনিবার সকালে ওই ব্যক্তিরা রেক্টিফাইড স্পিরিট দিয়ে তৈরি দেশি মদ পান করেন। এতে চুনের পানি ও ঘুমের ওষুধ মেশানো ছিল বলে ধারণা করা হচ্ছে। মদ পান করার পর তারা একে একে অসুস্থ হয়ে পড়েন এবং পেটব্যথা নিয়ে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় একে একে পাঁচজনের মৃত্যু হয়।
নিহতদের পরিবারের সদস্যরা শুরুতে ঘটনাটি গোপন রাখলেও সন্ধ্যার পর বিষয়টি প্রকাশ্যে আসে।
খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-সহকারী কমিশনার (দক্ষিণ) মো. হুমায়ুন কবির জানান, মদের অতিরিক্ত গ্রহণ না বিষক্রিয়ার কারণে মৃত্যু হয়েছে, তা ময়নাতদন্তের পর নিশ্চিত হওয়া যাবে। নিহতদের মরদেহ মর্গে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় তদন্ত চলছে।

