শার্শায় পুলিশের অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আরো পড়ুন

যশোরের শার্শা থানা পুলিশের বিশেষ অভিযানে ৭৫ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

শার্শা থানার এসআই (নিঃ) মোঃ সোহানুর রহমান ও এএসআই (নিঃ) শেখ মোজাফফর হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল শুক্রবার (১৯ জুলাই) রাত ৭টা ২০ মিনিটে বুরুজবাগান এলাকায় অভিযান চালিয়ে মোঃ আশরাফুজ্জামান ওরফে মিন্টু (৪৭) কে গ্রেপ্তার করে। তিনি চৌগাছা থানার জাহাঙ্গীরপুর এলাকার মোঃ আব্দুল খালেকের ছেলে।

গ্রেপ্তারের সময় তার কাছ থেকে ৭৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় শার্শা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ২০১৮ সালের ৩৬(১) সারণির ১০(ক) ধারায় একটি মামলা (নং-১২, তারিখ: ১৯/০৭/২০২৫) রুজু করা হয়েছে।

আসামিকে আদালতে সোপর্দের প্রক্রিয়া চলছে বলে থানা সূত্রে জানা গেছে।

আরো পড়ুন

সর্বশেষ