এনসিপি নিয়ে ক্ষোভে ফেটে পড়লেন নীলা ইসরাফিল 

আরো পড়ুন

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর অভ্যন্তরীণ নীতিনৈতিকতা ও নেতৃত্বের ভূমিকা নিয়ে প্রকাশ্য ক্ষোভ প্রকাশ করেছেন দলের দীর্ঘদিনের সদস্য ও নেত্রী নীলা ইসরাফিল। শনিবার ভোর সাড়ে ৪টার দিকে নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক দীর্ঘ পোস্টে তিনি এ ক্ষোভ উগরে দেন।

নীলা অভিযোগ করেন, সাম্প্রতিক দলের পদযাত্রা কর্মসূচিতে তাকে অংশ নিতে দেওয়া হয়নি, অথচ দলের ভেতর নানা অভিযোগে অভিযুক্ত এক নেতাকে দিব্যি কার্যক্রমে যুক্ত রাখা হয়েছে।

তিনি লিখেছেন, “আমি কি এনসিপিকে খেয়ে ফেলব? আমি কি এনসিপিকে ভেঙে ফেলব? না কি শুধু প্রশ্ন তোলার কারণেই এসব কথা বলা হচ্ছে?”
তিনি আরও বলেন, “যদি একজন নীলা ইসরাফিলের বক্তব্যেই এনসিপি ভেঙে পড়ে, তাহলে এই দল নিজেই নিজের ভার বইবার অযোগ্য।”

নিজেকে এনসিপির শুরুর দিন থেকে একজন সক্রিয় কর্মী দাবি করে নীলা বলেন, দলের ভাবমূর্তি গঠনে তিনি রাস্তায়, মঞ্চে কাজ করেছেন, কনসেপ্ট ও কনটেন্ট তৈরির মাধ্যমে দলে প্রাণ সঞ্চার করেছেন। তারপরও কেন তাকে পদযাত্রার মতো একটি গুরুত্বপূর্ণ কর্মসূচি থেকে সরিয়ে দেওয়া হলো—সেই প্রশ্নও তোলেন তিনি।

সবচেয়ে বিতর্কিত অংশে তিনি সরাসরি প্রশ্ন তোলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষারকে ঘিরে। যার বিরুদ্ধে যৌন হয়রানি, মিথ্যাচার ও দুর্নীতির অভিযোগ তুলেছিলেন নীলা নিজেই। যদিও ওই অভিযোগের পর নীলাকেই কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়, আর অভিযুক্ত তুষার এখনো দলীয় রাজনীতিতে সক্রিয়।

নীলা বলেন, “যখন একজন তুষার, যার বিরুদ্ধে প্রমাণসহ অভিযোগ রয়েছে, তিনি দিব্যি রাজনীতি করেন—তখন প্রশ্ন উঠতেই পারে, এনসিপি আদৌ নীতির দল, না সুবিধাবাদীদের আশ্রয়?”
পোস্টের শেষদিকে তিনি যোগ করেন, “ভয়টা কাকে? আমাকে? না নিজেদের মুখ দেখার?”

এই ঘটনায় এনসিপির পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

আরো পড়ুন

সর্বশেষ