জাতীয় সমাবেশে বক্তব্য দিতে গিয়ে অসুস্থ হয়ে পড়লেন জামায়াত আমির

আরো পড়ুন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান আজ দলের জাতীয় সমাবেশে বক্তব্য প্রদানকালে হঠাৎ অসুস্থ হয়ে মঞ্চেই পড়ে যান। শনিবার বিকাল ৫টা ২০ মিনিটের দিকে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত এই সমাবেশে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বক্তব্য শুরু করার কিছুক্ষণ পর হঠাৎ করেই তিনি প্রথমবার ঢলে পড়েন। তাৎক্ষণিকভাবে উপস্থিত নেতাকর্মীরা তাকে ধরে ফেলেন এবং দ্রুত সেবা প্রদান করেন। পরে আবার মাইক্রোফোন হাতে নিয়ে বক্তব্য শুরু করেন তিনি। তবে কিছু সময়ের মধ্যেই দ্বিতীয়বারের মতো অসুস্থ হয়ে পড়ে যান ডা. শফিকুর রহমান।

শেষপর্যন্ত তিনি মঞ্চে বসে থেকেই সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন। সমাবেশস্থলে উপস্থিত নেতা-কর্মীদের মাঝে এসময় উদ্বেগ ছড়িয়ে পড়ে।

দলের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে তার শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং প্রয়োজনে চিকিৎসা নেওয়া হবে।

আরো পড়ুন

সর্বশেষ