যশোর সদর উপজেলা মৎস্যজীবী দলের আংশিক কমিটি ঘোষণা

আরো পড়ুন

যশোর সদর উপজেলা মৎস্যজীবী দলের ১১ সদস্যের আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন পেয়েছে। কমিটিতে জাকির হোসেন মিঠুকে আহ্বায়ক এবং বোরহান উদ্দিন নাছিমকে সদস্য সচিব করা হয়েছে।

জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক ইসমাইল হোসেন টেনিয়া ও যুগ্ম আহ্বায়ক হেলাল মামুন তুষার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই কমিটির অনুমোদন দেওয়া হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন—সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসগর আলী, যুগ্ম আহ্বায়ক শহিদুল হক পাপ্পু এবং সদস্য মোতালেব হোসেন, কামাল হোসেন, আব্দুল লতিফ, শ্রী বিদ্যুৎ কুমার বিশ্বাস, আজাহারুল ইসলাম, রোকনুজ্জামান ও মাসুম বিল্লাহ।

দলীয় সূত্র জানায়, মৎস্যজীবী সম্প্রদায়ের অধিকার আদায় ও সংগঠনকে তৃণমূলে আরও গতিশীল করতে এই কমিটি গঠন করা হয়েছে। পর্যায়ক্রমে পূর্ণাঙ্গ কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হবে।

আরো পড়ুন

সর্বশেষ