নিবন্ধন স্থগিত: ইসির ওয়েবসাইট থেকে সরিয়ে ফেলা হলো আওয়ামী লীগের ‘নৌকা’ প্রতীক

আরো পড়ুন

নিবন্ধন স্থগিতের পর বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচনী প্রতীক ‘নৌকা’ নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইট থেকে সরিয়ে দেওয়া হয়েছে। বুধবার (১৬ জুলাই) দুপুরে এই প্রতীকটি অপসারণ করা হয় বলে জানিয়েছেন ইসি সচিবালয়ের সিস্টেম ম্যানেজার রফিকুল হক।

রফিকুল হক জানান, “কর্তৃপক্ষের নির্দেশে প্রতীকটি ওয়েবসাইট থেকে সরানো হয়েছে। আমি শুধু আপডেটের দায়িত্ব পালন করেছি।”

এর আগে গত ১৩ জুলাই নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ এক বক্তব্যে বলেছিলেন, আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত হলেও ‘নৌকা’ প্রতীক তখনই বাতিল করা হচ্ছে না এবং বিকল্প হিসেবে ‘শাপলা’ প্রতীকও যুক্ত হচ্ছে না।

তবে প্রতীকের বিষয়টি ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। মঙ্গলবার রাতে এক ফেসবুক পোস্টে নির্বাচন কমিশনের প্রতি প্রশ্ন তোলেন অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনি লেখেন,

“অভিশপ্ত ‘নৌকা’ মার্কাটাকে আপনারা কোন যুক্তিতে আবার শিডিউলভুক্ত করতে আইন মন্ত্রণালয়ে পাঠালেন? এটি কাদের জন্য সংরক্ষণ করে রাখছেন আপনারা? নির্বাচন কমিশন কি গণ–অভ্যুত্থানের বার্তা বুঝতে পারছে না?”

তিনি নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তোলেন এবং জনগণের রায়ের প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান জানান।

প্রসঙ্গত, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। এরপর ১২ মে অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগ ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর সব রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করে এবং দলটির নিবন্ধন স্থগিত করে ইসি।

আজ সকাল পর্যন্ত ইসির ওয়েবসাইটে আওয়ামী লীগের নাম নিবন্ধিত রাজনৈতিক দল হিসেবে থাকলেও দুপুরের পর থেকে শুধু দলের নাম দেখা গেলেও প্রতীক ‘নৌকা’ আর দেখা যাচ্ছে না।

আরো পড়ুন

সর্বশেষ