ঝিকরগাছায় চাঁদাবাজির অভিযোগে সেনাবাহিনীর অভিযানে লতা মিয়া    আটক, 

আরো পড়ুন

যশোরের ঝিকরগাছা উপজেলায় চাঁদাবাজির অভিযোগে লতা মিয়া (৩৬) নামে এক যুবককে আটক করেছে সেনাবাহিনী। মঙ্গলবার (১৫ জুলাই) বিকেলে গঙ্গানন্দপুর ইউনিয়নের আটুলিয়া গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক লতা মিয়া ওই গ্রামের আব্দুর রহমানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, লতা মিয়া দীর্ঘদিন ধরে এলাকায় চাঁদাবাজি ও নানা অপকর্মে জড়িত ছিল, এতে এলাকাবাসীর ভোগান্তি চরমে পৌঁছায়। অভিযোগের ভিত্তিতে সেনাবাহিনী অভিযান চালিয়ে তাকে আটক করে ঝিকরগাছা থানায় হস্তান্তর করে।

ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) নুর মোহাম্মদ গাজী বলেন, “চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে দেশব্যাপী চলমান অভিযানের অংশ হিসেবেই লতা মিয়াকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

এ ঘটনায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। স্থানীয়দের অনেকে সেনাবাহিনীর এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন।

আরো পড়ুন

সর্বশেষ