জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঘোষিত ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিকে কেন্দ্র করে গোপালগঞ্জে সহিংসতার আশঙ্কায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের সাত নেতাকর্মীকে আটক করেছে সেনাবাহিনী। বুধবার (১৬ জুলাই) দুপুর ১২টার দিকে সদর উপজেলার কংশুর এলাকা থেকে তাদের আটক করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে বলে জানিয়েছেন গোপালগঞ্জে নিয়োজিত সেনাবাহিনীর একটি গোয়েন্দা ইউনিটের সদস্য। তবে আটককৃতদের নাম ও বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি।
গোয়েন্দা সূত্রের দাবি, এনসিপির চলমান কর্মসূচিকে কেন্দ্র করে জেলার বিভিন্ন এলাকায় উত্তেজনা বিরাজ করছিল। এই প্রেক্ষাপটে কংশুর এলাকায় একটি দল নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে একত্রিত হচ্ছিল—এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়।
এর আগে, পদযাত্রাকে ঘিরে গোপালগঞ্জের বিভিন্ন স্থানে সড়ক অবরোধ, ভাঙচুর ও পুলিশের ওপর হামলার মতো ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়েছে।

