যশোর সদর উপজেলার সানতলা গ্রামে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হওয়া শিশু জিহাদ হোসেনের (১০) মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। রোববার (১৩ জুলাই) সকালে দ্বিতীয় দফা অভিযানে ভৈরব নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
উদ্ধার অভিযানে অংশ নেওয়া খুলনা ফায়ার সার্ভিসের ডুবুরি দলের ইনচার্জ খন্দকার মিরাজুল ইসলাম জানান, সকাল ৮টা থেকে অভিযান শুরুর কিছুক্ষণের মধ্যেই সকাল ৯টার দিকে শিশুটির মরদেহ উদ্ধার করা সম্ভব হয়।
শনিবার দুপুরে সানতলা গ্রামের বাসিন্দা উজির আলীর ছেলে জিহাদ তার কয়েকজন ছোট বন্ধুর সঙ্গে বাড়ির পাশের ভৈরব নদীতে গোসল করতে যায়। ব্রিজ থেকে লাফিয়ে পানিতে নামার সময় অন্যান্যরা উঠলেও জিহাদ আর ওপরে ভেসে ওঠেনি। সাথের বন্ধুরা বিষয়টি টের পেয়ে চিৎকার শুরু করলে স্থানীয়রা ছুটে এসে নদীতে তল্লাশি চালায়। কিন্তু অনেক খোঁজাখুঁজির পরও তাকে পাওয়া না যাওয়ায় ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।
পরে যশোর ফায়ার সার্ভিস খুলনার বিশেষ উদ্ধারকারী দলের সঙ্গে যোগাযোগ করে। তারা বিকাল ৫টার পর অভিযান শুরু করে, কিন্তু আলো স্বল্পতার কারণে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তা স্থগিত করতে হয়।
রোববার সকাল থেকে আবারও তল্লাশি শুরু করে ডুবুরি দল এবং এক ঘণ্টার মধ্যেই জিহাদের নিথর দেহ উদ্ধার করে। তার মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে আসে। ঘটনাস্থলে শত শত নারী-পুরুষ ভিড় জমায়।

