যশোরের বেনাপোলে পারিবারিক বিরোধের জেরে বড় ভাইয়ের ছুরিকাঘাতে শামিম হোসেন (২৫) নামে এক যুবক আহত হয়েছেন। বর্তমানে তিনি যশোর জেনারেল হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল ৮টার দিকে বেনাপোল কলেজ মোড় এলাকায় নিজ বাড়ির পাশের রাস্তায় পারিবারিক বিষয় নিয়ে শামিমের সঙ্গে তার বড় ভাই আব্দুল আলীমের (৩০) বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে আলীম ধারালো ছুরি দিয়ে শামিমের কোমরের বাম পাশে আঘাত করেন। এতে শামিম রক্তাক্ত আহত হন।
পরিবারের সদস্যরা তাকে তাৎক্ষণিক উদ্ধার করে প্রথমে নাভারণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে যশোর জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, আহত শামিম বর্তমানে আশঙ্কামুক্ত রয়েছেন।

