নড়াইলের কালিয়া উপজেলায় ফুটবল খেলার জেরে দুই গ্রামের সংঘর্ষে জিল্লুর রহমান সরদার (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার (১১ জুলাই) সন্ধ্যায় কালিয়া পৌরসভার কুলশুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত জিল্লুর রহমান ওই গ্রামের মৃত হাসেম সরদারের ছেলে।
এ ঘটনায় জড়িত সন্দেহে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন কালিয়ার বাবুপুর গ্রামের জামাল শেখের ছেলে রাতুল শেখ (২২) ও হাবি শেখের ছেলে সজীব শেখ (২০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে কুলশুর গ্রামের এখলাস উদ্দিন আহমেদ মাধ্যমিক বিদ্যালয় মাঠে বাবুপুর ও কুলশুর গ্রামের মধ্যে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলা চলাকালে উভয় দলের খেলোয়াড় ও সমর্থকদের মধ্যে বাগবিতণ্ডা ও হাতাহাতি শুরু হয়, যা পরে বড় ধরনের সংঘর্ষে রূপ নেয়।
এক পর্যায়ে বাবুপুর গ্রামের কিছু ব্যক্তি কুলশুর গ্রামের পৌর আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান সরদারের বাড়িতে গিয়ে তার চাচাতো ভাই জিল্লুর রহমানের ওপর হামলা চালায়। তাকে এলোপাথাড়ি কুপিয়ে এবং পায়ের রগ কেটে গুরুতর জখম করে পালিয়ে যায় তারা।
স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে হাসপাতালে নেওয়ার পর দায়িত্বরত চিকিৎসক জিল্লুরকে মৃত ঘোষণা করেন।
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় ইতোমধ্যে দুজনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে

