যশোরে মহিলা দলের দুই ওয়ার্ডে নারী সমাবেশ, বিএনপির নেতাদের শক্ত বার্তা

আরো পড়ুন

যশোর নগর মহিলা দলের উদ্যোগে সাত ও এক নম্বর ওয়ার্ড শাখার পৃথক নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১১ জুলাই) বিকেলে বারান্দিপাড়া ও টিবি ক্লিনিক মোড়ে আয়োজিত এ দুটি সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম।

সমাবেশে তিনি বলেন, “বিএনপি সবসময় জনগণের দাবি ও মতামতের প্রতি শ্রদ্ধাশীল। আমরা এমন একটি সরকার চাই, যেখানে জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিরাই দেশ পরিচালনার দায়িত্ব পালন করবে। জনগণ তাদের স্বাধীনতা ও নিরাপত্তার স্বার্থে বিএনপির মতো একটি জনবান্ধব সরকারকেই আগামী দিনে দেখতে চায়।”

তিনি আরও বলেন, “বিএনপি অতীতেও যখনই সরকারে এসেছে, জনগণের কল্যাণকেই সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে। ভবিষ্যতেও বিএনপি জনগণের প্রত্যাশা পূরণে একটি সত্যিকার অর্থে জনবান্ধব সরকার গঠনে দৃঢ় প্রতিজ্ঞ।”

দ্বিতীয় সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেন, “জুলাইয়ের অভ্যুত্থানের পর অনেক রাজনৈতিক দল আন্দোলনের কৃতিত্ব দাবি করলেও বিএনপি তা করেনি। কারণ, আমরা মনে করি এই পরিবর্তনের কৃতিত্ব দেশের জনগণের। গত ১৬ বছর ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে বিএনপি প্রাণ দিয়েছে, ত্যাগ স্বীকার করেছে—৭০০-এর বেশি নেতাকর্মী গুম হয়েছেন, ৫ হাজারের বেশি খুন হয়েছেন। কিন্তু নেত্রী খালেদা জিয়া কিংবা তারেক রহমান কেউই কৃতিত্ব নিজেদের বলে দাবি করেননি।”

তিনি আরও বলেন, “বিএনপি একটি জনগণের দল, তাই এ কৃতিত্ব আমরা জনগণের সাথেই ভাগ করে নিয়েছি।”

দুই পৃথক সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, জেলা মহিলা দলের সভাপতি রাশিদা রহমান, সাধারণ সম্পাদক ফেরদৌসী বেগম, নগর বিএনপির সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন, এক নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মাসুদুল বারী কাক্কু এবং নগর মহিলা দলের সাংগঠনিক সম্পাদক আম্বিয়া মঞ্জুর মুক্তা।

সমাবেশ পরিচালনা করেন এক নম্বর ওয়ার্ড মহিলা দলের সভানেত্রী শিরিন সাবিয়া এবং সাত নম্বর ওয়ার্ডে সভাপতিত্ব করেন অ্যাডভোকেট শাহিনা খানম লিলি।

আরো পড়ুন

সর্বশেষ