বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ১০ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ

আরো পড়ুন

যশোরের বেনাপোল সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোরাই ও নিষিদ্ধ পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (১২ জুলাই) দিনব্যাপী পরিচালিত এ অভিযানে বিজিবির টহল দল বেনাপোলের আন্দুলিয়া, বেনাপোল বিওপি এবং আমড়াখালী চেকপোস্ট এলাকা থেকে এসব পণ্য জব্দ করে।

অভিযানে ভারত থেকে পাচার হয়ে আসা গলদা চিংড়ির পোনা, বিদেশি মদ, শাড়ি-ব্লাউজ, চা-পাতা, কীটনাশক ও কসমেটিকসসহ নানা ধরনের পণ্য উদ্ধার করা হয়। জব্দকৃত মালামালের বাজারমূল্য আনুমানিক ৯ লাখ ৭১ হাজার ৫০ টাকা বলে জানিয়েছে বিজিবি।

৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী (এসপিপি, পিএসসি) জানান, “দীর্ঘদিন ধরেই সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক প্রতিরোধে আমরা গোয়েন্দা নজরদারি এবং নিয়মিত অভিযান চালিয়ে আসছি। এই অভিযান তারই অংশ।”

তিনি আরও বলেন, “চোরাচালান ও মাদকবিরোধী কার্যক্রম আরও জোরদার করা হবে। সীমান্তে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

আরো পড়ুন

সর্বশেষ