সাপের কামড়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু: কুসংস্কারে আটকে গেল এক তরুণ প্রাণ

আরো পড়ুন

ঝিনাইদহের শৈলকুপায় কুসংস্কার ও অসচেতনতার বলি হয়ে প্রাণ হারিয়েছে অপু (১৯) নামের এক এইচএসসি পরীক্ষার্থী। শনিবার (১২ জুলাই) ভোররাতে বিষাক্ত সাপের কামড়ে আক্রান্ত হওয়ার পর সঠিক চিকিৎসা না পাওয়ায় তার মৃত্যু হয়। অপু শৈলকুপা সিটি কলেজের শিক্ষার্থী এবং সারুটিয়া ইউনিয়নের ব্রহ্মপুর গ্রামের সেকেন্দার আলীর ছেলে।

পরিবার সূত্রে জানা গেছে, রাত আনুমানিক ৪টার দিকে অপু ঘুমন্ত অবস্থায় বিষাক্ত সাপের কামড়ে আক্রান্ত হয়। কিন্তু হাসপাতালে নেওয়ার পরিবর্তে পরিবারের সদস্যরা প্রথমে তাকে স্থানীয় এক ওঝার কাছে ঝাড়ফুঁকের জন্য নিয়ে যান। ঝাড়ফুঁক শেষে অপুকে বাড়িতে পাঠানো হলেও তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি হতে থাকে।

পরে তাকে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। চিকিৎসকরা অ্যান্টিভেনম প্রয়োগের প্রস্তুতি নিচ্ছিলেন এমন সময় পরিবারের লোকজন আবারও তাকে হাসপাতাল থেকে সরিয়ে ঋষিপাড়ার আরেক ওঝা চিত্ত সাপুড়িয়ার কাছে নিয়ে যান।

চিত্ত ওঝা যদিও রোগীকে দ্রুত আধুনিক চিকিৎসা নেওয়ার পরামর্শ দেন, তবে পরিবারের সদস্যরা আবারও দ্বিধায় পড়ে সময় নষ্ট করেন। শেষ পর্যন্ত আবারও হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা অবস্থা বেগতিক দেখে অপুকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। কিন্তু পথেই অপুর মৃত্যু ঘটে।

এই ঘটনা শুধুই একটি মৃত্যুর খবর নয়—এটি আমাদের সমাজের কুসংস্কারাচ্ছন্ন ও অজ্ঞতাপূর্ণ বাস্তবতার প্রতিচ্ছবি। যদি শুরুতেই চিকিৎসকের কাছে নেওয়া হতো, হয়তো অপু বেঁচে যেত। তার এই অপমৃত্যু আমাদের আবারও প্রশ্নের মুখে দাঁড় করায়—আধুনিক চিকিৎসার সুযোগ থাকা সত্ত্বেও আমরা কেন এখনও কুসংস্কারের গর্তে পড়ে থাকি?

সমাজে আর কত অপুর এভাবে প্রাণ ঝরবে? এখনই সময় সচেতন হওয়ার।

আরো পড়ুন

সর্বশেষ