যশোরে বকুলতলায় ট্রাক দুর্ঘটনায় সড়ক বন্ধ, তীব্র যানজট

আরো পড়ুন

যশোর শহরের প্রবেশপথে অবস্থিত পুরাতন কসবা এলাকার বকুলতলা গরীব শাহ মাজারের সামনে শনিবার (১২ জুলাই) সকালবেলা একটি পণ্যবাহী ট্রাক দুর্ঘটনার শিকার হয়েছে। ট্রাকটি মালামাল নিয়ে ভাঙা কাল ভাট এলাকা থেকে যশোর শহরের দিকে যাচ্ছিল। তবে মোড় ঘোরার সময় ভারসাম্য হারিয়ে ভাঙা রাস্তার অংশে দেবে গিয়ে ট্রাকটি উল্টে পড়ে।

দুর্ঘটনার পরপরই রাস্তাটি পুরোপুরি বন্ধ হয়ে যায় এবং আশপাশে সৃষ্টি হয় তীব্র যানজট। প্রায় এক ঘণ্টাব্যাপী যানজটে যাত্রী, পথচারী ও ব্যবসায়ীরা চরম দুর্ভোগে পড়েন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রাকটি অতিরিক্ত পণ্যবোঝাই ছিল এবং মোড়ে আসার সময় গতি নিয়ন্ত্রণে না থাকায় সেটি নিয়ন্ত্রণ হারিয়ে ভেঙে পড়া ভাটের ওপর দেবে যায়। স্থানীয় এক দোকানদার বলেন, “এই রাস্তায় প্রতিদিন ভারী যান চলাচল করে, কিন্তু নজরদারি বা সতর্কতা ব্যবস্থা না থাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটে থাকে।”

দুর্ঘটনার খবর পেয়ে এলাকাবাসী, ট্রাফিক পুলিশ, ফায়ার সার্ভিস ও স্বেচ্ছাসেবীরা যৌথভাবে উদ্ধার তৎপরতা শুরু করে। ধীরে ধীরে ট্রাকটি রাস্তা থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়।

যশোর কোতোয়ালি থানার এক কর্মকর্তা জানান, “এই দুর্ঘটনায় কেউ গুরুতর আহত হয়নি। তবে দ্রুত ব্যবস্থা নিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।”

স্থানীয়রা জানান, বকুলতলা গরীব শাহ মাজার সংলগ্ন এলাকা দীর্ঘদিন ধরেই দুর্ঘটনাপ্রবণ। সরু, ভাঙাচোরা ও বাঁকযুক্ত রাস্তায় স্পিড ব্রেকার, ট্রাফিক সিগন্যাল এবং নিয়মিত টহলের অভাবেই এমন ঘটনা প্রায়ই ঘটে। এলাকাবাসীর দাবি—সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে জরুরি ভিত্তিতে স্থায়ী ব্যবস্থা নিতে হবে, না হলে ভবিষ্যতে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা থেকেই যাচ্ছে।

আরো পড়ুন

সর্বশেষ