যশোরে নদীতে গোসল করতে গিয়ে শিশু নিখোঁজ

আরো পড়ুন

যশোর সদর উপজেলার নুরপুর গ্রামে ভৈরব নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়েছে জিহাদ হোসেন (১০) নামের এক শিশু। সে ওই গ্রামের উজির আলীর পুত্র।

শনিবার (১২ জুলাই) দুপুর আড়াইটার দিকে জিহাদ কয়েকজন ছোট বন্ধুর সঙ্গে বাড়ির পাশের ভৈরব নদীর একটি ব্রিজ থেকে লাফিয়ে পড়ে গোসল করতে যায়। কিছুক্ষণ পর অন্যরা পানির উপর ভেসে উঠলেও জিহাদ আর ভেসে ওঠেনি। বিষয়টি বুঝতে পেরে তার বন্ধুরা চিৎকার শুরু করলে স্থানীয় লোকজন ছুটে এসে নদীতে খোঁজাখুঁজি শুরু করে।

ঘটনাস্থলে দীর্ঘ সময় ধরে স্থানীয়দের প্রচেষ্টায় তাকে খুঁজে না পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে সন্ধান অভিযান শুরু করে এবং এই প্রতিবেদন লেখা পর্যন্ত উদ্ধার তৎপরতা চলমান রয়েছে।

এদিকে সন্তানকে হারিয়ে পরিবারে চলছে শোকের মাতম। ঘটনাস্থলে ভিড় করেছে শত শত নারী-পুরুষ। সবার দৃষ্টি এখন জিহাদের সন্ধানের দিকে।

আরো পড়ুন

সর্বশেষ