যশোরে ছিনতাইকালে হাতেনাতে ধরা ৩ যুবক, অস্ত্র ও অটোরিকশা জব্দ

আরো পড়ুন

স্থানীয়দের সাহসী ভূমিকায় পুলিশের হাতে তুলে দেওয়া হয় অভিযুক্তরা:

যশোর শহরের চাঁচড়া এলাকায় ছিনতাই করতে গিয়ে তিন যুবককে হাতেনাতে আটক করেছে স্থানীয় জনতা। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে দাড়িপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ছিনতাইয়ের সময় ব্যবহৃত একটি দেশীয় হাসুয়া, ছিনতাই হওয়া মোবাইল ফোন এবং একটি অটোরিকশা জব্দ করেছে পুলিশ।

আটক তিনজন হলেন—রেলগেট পশ্চিমপাড়ার শাহজাহান কবিরের ছেলে লিয়ন, চোরমারা দিঘীরপাড় এলাকার সরোয়ার হোসেনের ছেলে সাব্বির হোসেন এবং একই এলাকার জিন্নাতের ছেলে মোহন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভাতুড়িয়া গ্রামের বাসিন্দা ও পেশায় বেকারির ডেলিভারি ম্যান কবির হোসেন কাজ শেষে বাইসাইকেলে বাড়ি ফিরছিলেন। পথে চাঁচড়া এলাকার দাড়িপাড়া মোড়ে পৌঁছালে অটোরিকশাযোগে আসা তিনজন যুবক তার গতিরোধ করে। এরপর তারা দেশীয় অস্ত্র দেখিয়ে তার কাছ থেকে একটি মোবাইল ফোন ও নগদ ১৫ হাজার টাকা ছিনিয়ে নেয়।

ছিনতাইয়ের সময় কবির হোসেনের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তিনজনকে ধরে ফেলে। স্থানীয়রা তাদের উত্তম-মধ্যম দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে।

চাঁচড়া পুলিশ ফাঁড়ির এসআই তপন কুমার পাল জানান, ভুক্তভোগী কবির হোসেন নিজে বাদী হয়ে কোতোয়ালি থানায় তিনজনের বিরুদ্ধে মামলা করেছেন। আটককৃতরা পেশাদার ছিনতাইকারী এবং তাদের বিরুদ্ধে আগেও একাধিক অভিযোগ রয়েছে। এ চক্রের অন্যান্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।

আরো পড়ুন

সর্বশেষ