যশোরে ফুটবল খেলতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল ষষ্ঠ শ্রেণির ছাত্র

আরো পড়ুন

যশোর সদর উপজেলার ইছালী ইউনিয়নের কামারগন্যা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ফুটবল খেলতে গিয়ে বজ্রপাতে মারা গেছে মিশকাত রহমান সুলতান (১২) নামে এক স্কুলছাত্র। শুক্রবার (৪ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত সুলতান কামারগন্যা গ্রামের মো. রাসেল হোসেনের ছেলে এবং ইছালী মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিলেন।

সুলতানের মা সেলিনা বেগম জানান, স্কুল ছুটির দিন হওয়ায় সকালে বন্ধুদের সঙ্গে খেলতে মাঠে যায় তার ছেলে। খেলার একপর্যায়ে আকাশে মেঘ জমে এবং বৃষ্টি শুরু হয়। ঠিক তখনই হঠাৎ করে একটি বজ্রপাত মাঠে আঘাত হানে। বজ্রাঘাতে সুলতান গুরুতর আহত হয়।

স্থানীয়রা সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান। তবে সকাল সাড়ে ১১টার দিকে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. জুবাইদা আফসানা তাকে মৃত ঘোষণা করেন।

চিকিৎসকদের প্রাথমিক প্রতিবেদনে বলা হয়, বজ্রাঘাতের ফলে সুলতানের মৃত্যু হয়েছে।

ঘটনাটি এলাকায় শোকের ছায়া ফেলেছে। এই দুঃসহ ঘটনায় স্কুল ও গ্রামে শোকের মাতম বিরাজ করছে

আরো পড়ুন

সর্বশেষ