চৌগাছার ঐতিহ্যবাহী হাটে মসজিদ নির্মাণ প্রস্তাব, বিপাকে হাজারো ব্যবসায়ী

আরো পড়ুন

চৌগাছা উপজেলার শতবর্ষী কাঁচামাল হাটের মাঝখানে মডেল মসজিদ নির্মাণের প্রস্তাবে চরম উদ্বেগের মধ্যে রয়েছেন স্থানীয় ব্যবসায়ী ও শ্রমজীবী মানুষ। তাঁরা বলছেন, হাটের বর্তমান অবস্থানেই মসজিদ নির্মিত হলে প্রায় ৩ হাজার মানুষের জীবিকা হুমকির মুখে পড়বে।

ব্যবসায়ীরা মসজিদ নির্মাণের বিরুদ্ধে নন, বরং তাঁরা এর বিকল্প স্থানে স্থানান্তরের দাবি জানিয়ে আসছেন। চৌগাছা কাঁচামাল হাটের ব্যবসায়ী মতবেল বিশ্বাস বলেন, “এটি শুধু একটি বাজার নয়, এটি এই অঞ্চলের অর্থনৈতিক প্রাণ। এই হাটের ওপর নির্ভর করে হাজারো পরিবার জীবিকা নির্বাহ করে আসছে।”

তিনি আরও বলেন, হাটের দক্ষিণ-পশ্চিম কোণে যেখানে মসজিদ নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে, সেখানে বর্তমানে ১১০টি কাঁচামালের আড়ৎ রয়েছে। এর সঙ্গে যুক্ত আছেন আরও অন্তত ১৫০ জন সহযোগী ব্যবসায়ী ও কর্মচারী। তাদের মধ্যে অনেকে ৫ লাখ থেকে শুরু করে ৫০ লাখ টাকা পর্যন্ত বিনিয়োগ করেছেন। এই স্থানটি অধিগ্রহণ করা হলে অন্তত ২০০টি পরিবার আর্থিক সংকটে পড়বে।

মসজিদ নির্মাণস্থল পরিবর্তনের দাবিতে ইতোমধ্যে হাটের ৫৮ জন ব্যবসায়ী লিখিতভাবে আপত্তি জানিয়েছেন। তাঁদের ভাষ্য, “মসজিদ অবশ্যই হোক, সেটিই আমাদেরও কাম্য। কিন্তু কেন শতবর্ষের ঐতিহ্যবাহী কাঁচাবাজারের প্রাণকেন্দ্রকে ধ্বংস করে তা করতে হবে?”

হাটের ইজারাদার আতিকুর রহমান লেন্টু জানান, “আমি সরকার নির্ধারিত ১ কোটি ৭৭ লাখ টাকায় হাটের ইজারা নিয়েছি। মাত্র তিন মাস হলো ইজারা আদায় করছি। এখন হঠাৎ করে এখানে মসজিদ নির্মাণ হলে আমি আর্থিকভাবে চরম ক্ষতির মুখে পড়ব। এটি পরিকল্পিত ষড়যন্ত্র, যার মাধ্যমে বৃহত্তম এই কাঁচাবাজার ধ্বংসের চেষ্টা চলছে।” তিনি আরও জানান, ক্ষতিপূরণ ছাড়া এই সিদ্ধান্ত কার্যকর হলে ব্যবসায়ী ও ইজারাদারদের পক্ষে তা মেনে নেওয়া সম্ভব নয়।

এ বিষয়ে চৌগাছা পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) তাসমিন জাহান বলেন, “মডেল মসজিদের অনুমোদন ২৯ জুন চূড়ান্ত হয়েছে। তবে ক্ষতিগ্রস্ত ইজারাদার ও ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।”

ব্যবসায়ী ও স্থানীয়রা বলছেন, এই ঐতিহাসিক হাট শুধু একটি অর্থনৈতিক কেন্দ্র নয়, এটি চৌগাছা উপজেলার সাংস্কৃতিক ও সামাজিক পরিচয়ের অংশ। তাই, মসজিদ নির্মাণের মতো গুরুত্বপূর্ণ প্রকল্পটি হাটের বাইরের উপযুক্ত কোনো জায়গায় স্থানান্তর করলেই সবার স্বার্থ রক্ষা হবে।

আরো পড়ুন

সর্বশেষ