যশোর-৪ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী নূরে আলম সিদ্দিকীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

আরো পড়ুন

নিজস্ব প্রতিবেদক:

যশোর-৪ (অভয়নগর, বাঘারপাড়া ও বসুন্দিয়া ইউনিয়ন) সংসদীয় আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট নূরে আলম সিদ্দিকী সোহাগ সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নিয়েছেন। শনিবার যশোর শহরের একটি অভিজাত হোটেলে এ সভার আয়োজন করা হয়।

সভায় স্বাগত বক্তব্যে তিনি রাজনীতি ও সমাজসেবায় তার দীর্ঘদিনের নিষ্ঠা, সততা, ত্যাগ ও নেতৃত্বগুণ তুলে ধরেন। তিনি বলেন, “আমি মনোনয়ন পেলে এবং জনগণের ভোটে নির্বাচিত হলে মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ অগ্রাধিকার দেব। পাশাপাশি, টিআর, কাবিখা প্রকল্পে স্বচ্ছতা নিশ্চিত করবো এবং নওয়াপাড়া বন্দরকে একটি বিনিয়োগবান্ধব অঞ্চলে পরিণত করবো।”

দলের অভ্যন্তরে কিছু নেতাকর্মীর কর্মকাণ্ডের সমালোচনা করে তিনি বলেন, “দলের ভেতরেই অনেকে ফ্যাসিস্টদের পুনর্বাসন করে বিপুল সম্পদের মালিক হয়েছে। আমি জনগণের ভোটে নির্বাচিত হলে কোনো ধরনের অনৈতিক বাণিজ্য বরদাশত করবো না। বাঘারপাড়ায় অতীতে যা হয়েছে, তার পুনরাবৃত্তি হতে দেব না। মানুষ যেন নির্বিঘ্নে সব কার্যক্রম সম্পন্ন করতে পারে, তা নিশ্চিত করব।”

তিনি আরও বলেন, “যশোরবাসীর দীর্ঘদিনের দুর্ভোগ ভবদহ সমস্যার স্থায়ী সমাধানই হবে আমার অন্যতম অঙ্গীকার।”

মতবিনিময় সভায় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন। উল্লেখযোগ্যদের মধ্যে ছিলেন—বাঘারপাড়া উপজেলা বিএনপির নেতা মাসুদ আলম টিপু, সাংগঠনিক সম্পাদক বিল্লাল বিশ্বাস, পৌর কৃষক দলের সাবেক সহ-সভাপতি আব্দুল আলিম প্রমুখ।

এছাড়া সাংবাদিকদের মধ্য থেকে মনিরুজ্জামান মুনির, আবুল কালাম শামছুদ্দিন জ্যোতি, জুয়েল মৃধা, তৌহিদ জামান, নুর ইসলাম ও শিকদার মো. খালিদসহ অনেকে প্রশ্ন করেন, যার প্রতিটির উত্তর দেন নূরে আলম সিদ্দিকী।

আরো পড়ুন

সর্বশেষ