চৌগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরি।গ্রেফতার ২

আরো পড়ুন

যশোরের চৌগাছা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাজুড়ে। ঘটনার পরপরই বিষয়টিকে গুরুত্ব দিয়ে তদন্তে নামে পুলিশ।

বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, এক বা একাধিক চোর রাতে বিদ্যালয়ের তালা ভেঙে মূল্যবান সামগ্রী নিয়ে যায়। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

চৌগাছা থানার ওসি বিষয়টি নিশ্চিত করে জানান, চুরির ঘটনার রহস্য উদ্ঘাটনে পুলিশের একটি বিশেষ টিম কাজ শুরু করেছে। এলাকার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণসহ সম্ভাব্য সব দিক খতিয়ে দেখা হচ্ছে।

স্থানীয় অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে এ ঘটনার পর নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। দ্রুত চোরদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে তারা।

 

আরো পড়ুন

সর্বশেষ