অস্ত্র মামলায় প্রান্ত নামে এক যুবককে ১৭ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার, অতিরিক্ত জেলা ও দায়রা জজ জুয়েল অধিকারী এ রায় ঘোষণা করেন।
ঘটনাটি ঘটে ২০২৫ সালের ২৯ সেপ্টেম্বর। ঝিকরগাছা কলেজের সামনে থেকে প্রান্তকে আটক করে পুলিশ।
তার কাছ থেকে একটি পাইপগান ও একটি গুলি উদ্ধার করা হয়।
রাষ্ট্রপক্ষ জানায়, অস্ত্র রাখার দায়ে ১০ বছর ও গুলি রাখার দায়ে আরও ৭ বছরের সাজা দেওয়া হয়েছে।
দুই দণ্ড পরপর কার্যকর হবে।
সাজাপ্রাপ্ত প্রান্ত বর্তমানে কারাগারে রয়েছেন।