ঝিকরগাছায় প্রেমে সাড়া না পেয়ে এসিড নিক্ষেপ, আহত তিনজন

আরো পড়ুন

যশোরের ঝিকরগাছায় প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় এক তরুণী, তার ছোট ভাই ও মায়ের ওপর এসিড নিক্ষেপ করেছে এক বখাটে যুবক। গুরুতর দগ্ধ শিশুটিকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর অভিযুক্ত যুবক জসিমকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ ও র‍্যাব।

বৃহস্পতিবার (৩ জুলাই) রাত ৮টার পর উপজেলার গদখালী গ্রামে এ ঘটনা ঘটে। এসিডে দগ্ধ তিনজন হলেন—স্থানীয় জামাত হোসেনের মেয়ে রিপা খাতুন, তার ছোট ভাই ইয়ানূর (শিশু), এবং তাদের মা রাহেলা বেগম। এদের মধ্যে ইয়ানূরের শরীরের বড় একটি অংশ এসিডে ঝলসে গেছে।

স্থানীয়দের বরাতে জানা যায়, মঠবাড়ি গ্রামের জসিম নামে এক যুবক গদখালীর একটি বাড়িতে কাজ করতেন। সেখানেই রিপার সঙ্গে তার পরিচয় হয়। জসিম দীর্ঘদিন ধরে রিপাকে প্রেম ও পরে বিয়ের প্রস্তাব দিয়ে আসছিলেন। কিন্তু রিপা তাতে সাড়া না দেওয়ায় ক্ষুব্ধ হয়ে বৃহস্পতিবার রাতে তিনি রিপাদের বাড়ির জানালা দিয়ে এসিড নিক্ষেপ করেন।

ঘটনায় রিপা ও তার মা সামান্য দগ্ধ হলেও মানসিকভাবে চরম আতঙ্কে রয়েছেন। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে আহতদের যশোর সদর হাসপাতালে ভর্তি করেন। রিপা জানান, জসিম দীর্ঘদিন ধরে তাকে উত্যক্ত করছিল এবং নানা রকম হুমকি দিয়ে আসছিল। বৃহস্পতিবার রাতে সেই হুমকির বাস্তব রূপ দেখলেন তিনি—শুধু তাকেই নয়, তার মা ও ছোট ভাইকেও ছাড়েনি জসিম।

আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা

ঘটনার পরপরই পুলিশ, ডিবি ও র‍্যাব সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান এবং তদন্ত শুরু করেন।
জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার নূর-এ-আলম সিদ্দিকী গ্রামের কাগজকে জানান, ঝিকরগাছা থানা ও ডিবির একটি টিম ঘটনাস্থলে তদন্ত চালাচ্ছে। তারা ভুক্তভোগী পরিবার ও প্রতিবেশীদের সঙ্গে কথা বলেছেন এবং হাসপাতালে গিয়েও আহতদের খোঁজ নিয়েছেন।

র‍্যাব-৬ যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. রাসেল বলেন, “খবর পাওয়ার পরই র‍্যাবের একটি বিশেষ দল ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তথ্য সংগ্রহ করেছে। জসিমকে গ্রেপ্তারে অভিযান চলছে। খুব শিগগিরই তাকে আইনের আওতায় আনা হবে।”

ভুক্তভোগীর পরিবারের দাবি

রিপা ও তার পরিবার দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। একইসঙ্গে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন। এই বর্বর ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

আরো পড়ুন

সর্বশেষ