যশোর প্রতিনিধি: যশোর সদর উপজেলার ডাকাতিয়া মাঠপাড়া এলাকা থেকে চোরাই অটোরিকশার যন্ত্রাংশসহ এক নারীকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। এ সময় তার স্বামীসহ আরও দুইজন পালিয়ে যায়। ঘটনায় তিনজনের নামে মামলা হয়েছে।
আটক নারীর নাম মাফিয়া বেগম। তিনি ডাকাতিয়া গ্রামের বাসিন্দা বিল্লাল গাজীর স্ত্রী। পলাতক দুই আসামি হলেন—তার স্বামী বিল্লাল গাজী ও জামাল গাজীর ছেলে রবিউল ইসলাম।
পুরাতন কসবা পুলিশ ফাঁড়ির এএসআই তরিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন বিল্লাল গাজীর বাড়ির স্টোর রুমে চোরাই অটোরিকশার যন্ত্রাংশ মজুত আছে। ওই তথ্যের ভিত্তিতে গত ২ জুলাই দুপুরে সেখানে অভিযান চালানো হয়।
অভিযানের সময় মাফিয়া বেগমকে আটক করলেও বাকি দুইজন আগেই পালিয়ে যান। পরে তার দেখানো মতে স্টোর রুম থেকে তিনটি বডিবিহীন অটোরিকশা, দুটি ব্যাটারি, খোলা অবস্থায় বেশ কিছু অটো যন্ত্রাংশ এবং মেরামতের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামালের বাজারমূল্য প্রায় এক লাখ ২০ হাজার টাকা।
জিজ্ঞাসাবাদে মাফিয়া বেগম স্বীকার করেন, তার স্বামী বিল্লাল গাজী ও রবিউল ইসলামের সঙ্গে মিলে দীর্ঘদিন ধরে চোরাই অটোরিকশা ও যন্ত্রাংশ খুলে বিক্রি করে আসছেন তারা।