ঝিকরগাছায় শতবর্ষী গাছ ভেঙে যশোর-বেনাপোল সড়কে যান চলাচল বন্ধ

আরো পড়ুন

যশোর-বেনাপোল মহাসড়কের ঝিকরগাছা উপজেলার নবীবনগরে একটি শতবর্ষী রেইনট্রি গাছ ভেঙে পড়ায় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। মঙ্গলবার (২ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে নবীবনগর তেলপাম্পের সামনে এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, রাত ৮টা থেকে এলাকায় বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া শুরু হয়। দমকা হাওয়ার কারণে রাত সাড়ে ১০টার দিকে ওই এলাকার প্রধান সড়কে থাকা বিশাল আকৃতির একটি রেইনট্রি গাছ উপড়ে পড়ে। ফলে বেনাপোলের সঙ্গে দেশের অন্যান্য অঞ্চলের সড়ক যোগাযোগ সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে পড়ে।

ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দা-কুড়াল দিয়ে গাছের ডাল কাটার মাধ্যমে রাস্তা পরিষ্কারের কাজ শুরু করেন। পরে খবর পেয়ে ঝিকরগাছা ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।

ঝিকরগাছা ফায়ার সার্ভিস স্টেশনের অফিসার নয়ন চৌধুরী বলেন, “রাতেই খবর পেয়ে আমরা টিম নিয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করি।”

এদিকে নাভারণ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) রোকনুজ্জামান জানান, “সড়ক থেকে গাছ অপসারণের পর কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হলেও বর্তমানে আবারও যান চলাচল স্বাভাবিক হয়েছে

আরো পড়ুন

সর্বশেষ