ঢাকার দোহার উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে বিএনপি নেতা হারুনুর রশিদ (৬৫) নিহত হয়েছেন। বুধবার (২ জুলাই) ভোরে বাহ্রা স্কুলের কাছে তাকে গুলি করে হত্যা করা হয়। তিনি নয়াবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ছিলেন এবং স্থানীয়ভাবে ‘হারুন মাস্টার’ নামে পরিচিত ছিলেন।
নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মতো ওইদিনও ফজরের নামাজ শেষে হাঁটতে বের হলে তিন যুবক তার ওপর অতর্কিতে গুলি চালায়। গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চিকিৎসক নুসরাত তারিন জানান, নিহতের মাথা, ঘাড় ও শরীরে মোট ছয়টি গুলির চিহ্ন পাওয়া গেছে।
দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আলী জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং প্রাথমিকভাবে এটি পূর্বশত্রুতাজনিত হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
নিহতের ভাতিজা মো. শাহিন বলেন, “চাচা প্রতিদিন ভোরে হাঁটতে বের হতেন। আজও বের হলে তিনজন যুবক গুলি চালিয়ে পালিয়ে যায়। কারা এই ঘটনা ঘটিয়েছে তা আমরা বুঝে উঠতে পারছি না।”
এ হত্যাকাণ্ডকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। পুলিশ তদন্ত শুরু করেছে এবং হত্যার কারণ ও দায়ীদের শনাক্ত করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে

