নিজস্ব প্রতিবেদক:
যশোরের চৌগাছায় কাঁচাবাজারের মধ্যস্থলে মডেল মসজিদ নির্মাণ না করে স্থানান্তরের দাবি জানিয়ে স্মারকলিপি দিয়েছে স্থানীয় কাঁচামাল ব্যবসায়ীরা ও হাটের ইজারাদার। তাদের অভিযোগ, প্রস্তাবিত স্থানে মসজিদ নির্মাণ হলে অন্তত ১১০টি আড়ৎ ক্ষতিগ্রস্ত হবে এবং প্রায় ২০০টি পরিবার অর্থনৈতিক সংকটে পড়বে।
রোববার (২৯ জুন) উপজেলা প্রশাসন ও পৌরসভা কর্তৃপক্ষ বরাবর দেওয়া স্মারকলিপিতে ৫৮ জন ব্যবসায়ী স্বাক্ষর করে জানিয়েছেন, কাঁচাবাজারের দক্ষিণ-পশ্চিম কোণে যেখানে মসজিদ নির্মাণের জন্য জায়গা নির্ধারণ করা হয়েছে, সেখানে তারা দীর্ঘদিন ধরে ব্যবসা পরিচালনা করছেন। প্রত্যেকটি আড়তে ৫ লাখ থেকে ৫০ লাখ টাকা পর্যন্ত বিনিয়োগ রয়েছে বলে দাবি করেছেন তারা।
হাটের ইজারাদার আতিকুর রহমান লেন্টু বলেন, “আমি ১ কোটি ৭৭ লাখ টাকায় ইজারা নিয়েছি এবং তিন মাস ধরে নিয়মিত আদায় করছি। বর্তমানে যে স্থানে মসজিদ নির্মাণের কথা বলা হচ্ছে, সেখানে ১১০টি আড়ৎ সক্রিয় রয়েছে। এতে করে আমাদের আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হতে হবে। একটি মহল ষড়যন্ত্র করে মসজিদ নির্মাণের মাধ্যমে আমাদের ক্ষতি করতে চাইছে।”
তিনি আরও বলেন, “যদি সেখানে মসজিদ নির্মাণ করতেই হয়, তবে ইজারাদার ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে।”
এ বিষয়ে চৌগাছা পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) তাসমিন জাহান বলেন, “চৌগাছা মডেল মসজিদ প্রকল্পের অনুমোদন ২৯ জুন হয়েছে। ক্ষতিগ্রস্তদের বিষয়টি বিবেচনায় নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে সমাধান খোঁজা হবে।”
চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা ইসলাম জানান, “সরেজমিন পরিদর্শনে দেখা গেছে, কিছু দোকান ক্ষতিগ্রস্ত হতে পারে। বাজারে নতুন মার্কেট নির্মাণের কাজ চলছে, যেখানে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের পরিকল্পনা রয়েছে।

