যশোরের মনিরামপুরে ধানক্ষেতে মাটি চাপা দিয়ে রাখা অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তিকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করেছে স্থানীয়রা। শনিবার (২৮ জুন) রাত সাড়ে ১০টার দিকে মনিরামপুর-ঝিকরগাছা সড়কের ভাণ্ডারী মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ধানক্ষেতের পাশে দিয়ে হেঁটে যাওয়ার সময় তারা করুণ শব্দ শুনে এগিয়ে যান। পরে মাটির নিচে কাতরানো অবস্থায় এক ব্যক্তিকে দেখতে পান। স্থানীয়দের ধারণা, অজ্ঞাত এই ব্যক্তিকে দুর্বৃত্তরা পূর্বশত্রুতার জেরে বা হত্যার উদ্দেশ্যে পিটিয়ে ধানক্ষেতে এনে মাটি চাপা দিয়ে ফেলে যায়।
খবর পেয়ে পথচারীরা দ্রুত তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত ওই ব্যক্তির পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
এ বিষয়ে মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। আহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।”

