যশোরে আবারও সন্ত্রাসীদের ছুরিকাঘাতে আহত কাউন্সিলর আসাদুজ্জামান বাবুল

আরো পড়ুন

যশোর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট আসাদুজ্জামান বাবুল (৫৩) আবারও সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। রোববার (২৯ জুন) রাত আনুমানিক ৮টা ৩৫ মিনিটে শহরের শংকরপুরে নিজ বাড়ির সামনে তাকে ছুরিকাঘাত করে একদল দুর্বৃত্ত।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাবুল রাস্তায় দাঁড়িয়ে ছিলেন। এ সময় পূর্ব শত্রুতার জেরে স্থানীয় সন্ত্রাসী তানভীর ও তার সঙ্গে থাকা আরও ৪-৫ জন অতর্কিতে তার ওপর হামলা চালায়। একাধিকবার ছুরিকাঘাত করে পালিয়ে যায় হামলাকারীরা। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। তার অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্র জানিয়েছে।

এ ঘটনায় এলাকাজুড়ে চরম আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা বলছেন, এটি পূর্ব পরিকল্পিত ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হামলা।

এর আগেও, ২০২৩ সালের ২৯ মে একই এলাকায় চাতাল মোড়ে ছুরিকাঘাতে নিহত হন একাধিক মামলার আসামি আফজাল হোসেন। পরদিন জানাজা শেষে ফেরার পথে নাজির শংকরপুর জিরো পয়েন্ট এলাকায় বাবুল প্রথমবার সন্ত্রাসী হামলার শিকার হন।

পুনরায় একই ব্যক্তির ওপর হামলার ঘটনায় জনমনে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং হামলাকারীদের শনাক্ত ও আটকে অভিযান চলছে।

আরো পড়ুন

সর্বশেষ