যশোরে মাদকবিরোধী অভিযানে দুই কেজি গাঁজাসহ চিহ্নিত কারবারি আটক

আরো পড়ুন

যশোরের অভয়নগর উপজেলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে দুই কেজি গাঁজাসহ সোহাগ মোল্যা (৩৩) নামের এক চিহ্নিত মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

রোববার (২৯ জুন) রাতে উপজেলার চলিশিয়া ইউনিয়নের বাগদাহ গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। আটক সোহাগ ওই গ্রামের মধ্যপাড়া এলাকার শওকত মোল্যার ছেলে।

অভয়নগর থানার উপপরিদর্শক (এসআই) অনিষ মণ্ডল ও বিনয় কৃষ্ণ পালের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে পরিচালিত অভিযানে বাগদাহ স্কুল সংলগ্ন এলাকা থেকে তার কাছ থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়।

থানা সূত্রে জানা যায়, এ সময় সোহাগের সহযোগী, একই এলাকার আক্কাস বিশ্বাসের ছেলে ইউসুফ বিশ্বাস পালিয়ে যায়। তিনি আরও একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী বলে জানা গেছে।

এ ঘটনায় অভয়নগর থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতার আসামিকে আদালতে প্রেরণের প্রক্রিয়া চলছে।

আরো পড়ুন

সর্বশেষ