শাহজালাল বিমানবন্দরে উপদেষ্টার ব্যাগে ম্যাগাজিন, ব্যাখ্যা দিলেন আসিফ মাহমুদ

আরো পড়ুন

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্ক্যানিংয়ের সময় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ব্যাগে একটি ম্যাগাজিন (গুলিভর্তি খালি অস্ত্রধারী অংশ) পাওয়া গেছে। বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন তিনি।

রোববার (২৯ জুন) ভোরে মরক্কোর মারাকেশে অনুষ্ঠিতব্য ‘ওআইসি ইয়ুথ ক্যাপিটাল ইন্টারন্যাশনাল প্রোগ্রাম’-এ অংশ নিতে ঢাকা ত্যাগের সময় বিমানবন্দরে ব্যাগ স্ক্যান করলে ম্যাগাজিনটি ধরা পড়ে।

এ বিষয়ে নিজের ফেসবুক পোস্টে আসিফ মাহমুদ জানান, ভোরে তড়িঘড়ি করে প্যাকিংয়ের সময় অস্ত্র ও একটি ম্যাগাজিন বাসায় রেখেও আরেকটি ম্যাগাজিন ভুলবশত ব্যাগে রয়ে যায়। স্ক্যানিংয়ে সেটি ধরা পড়লে তা সঙ্গে থাকা প্রটোকল অফিসারের কাছে হস্তান্তর করা হয়। তিনি বিষয়টিকে “একেবারেই অনিচ্ছাকৃত” বলে উল্লেখ করেন।

ফেসবুক পোস্টে তিনি আরও জানান, “নিরাপত্তার স্বার্থে আমার লাইসেন্সকৃত বৈধ অস্ত্র রয়েছে। গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়ায় একাধিকবার হত্যাচেষ্টার শিকার হয়েছি। সরকারি নিরাপত্তা না থাকায় নিজের ও পরিবারের সুরক্ষায় অস্ত্র রাখা জরুরি হয়ে পড়ে।”

আসিফ মাহমুদ বলেন, “শুধু একটি ম্যাগাজিন দিয়ে আমি কী করব? যদি খারাপ কোনো উদ্দেশ্য থাকত, তাহলে অস্ত্রই বা ফেলে আসতাম কেন?”

এ ঘটনায় সংবাদমাধ্যমে খবর সরানোর জন্য চাপ দেওয়ার অভিযোগ নাকচ করে দিয়ে তিনি বলেন, “ঘটনার পর আমি ও আমার দল টানা ১০ ঘণ্টা ফ্লাইটে ছিলাম। ট্রানজিটে নেমে অনলাইনে এসে দেখি বিষয়টি নিয়ে আলোচনা চলছে। কোনো চাপ সৃষ্টি করা হয়নি। নাগরিক হিসেবে কেউ চাইলে নিয়ম মেনে লাইসেন্সধারী অস্ত্র রাখতে পারেন।”

আরো পড়ুন

সর্বশেষ